বিজ্ঞানের আলোকে কুরআন ও বাইবেল pdf বই ডাউনলোড।

বিজ্ঞানের আলোকে কুরআন ও বাইবেল। (Quran and Bible in the light of Science)

বইয়ের নাম:বিজ্ঞানের আলোকে কুরআন ও বাইবেল।
রচয়িতা/লেখকের নাম:ডা. জাকির নায়েক।
বইয়ের ধরণ:ইসলামিক PDF বই।
পৃষ্ঠা সংখ্যা:৫৮
ফাইল সাইজ:২.১৪ এমবি।

বিজ্ঞানের আলোকে কুরআন ও বাইবেল pdf বই ডাউনলোড।
বিজ্ঞানের আলোকে কুরআন ও বাইবেল pdf বই ডাউনলোড।


ডা. জাকির নায়েকের সংক্ষিপ্ত রিচিতি:

ডা. জাকির নায়েক ১৯৬৫ সালের ১৮ই অক্টোবর ভারতের মুম্বাই শহরে জন্মগ্রহণ করেন। তিনি একজন ভারতীয় ইসলামি চিন্তাবিদ, ধর্মপ্রচারক, বক্তা ও লেখক। যিনি ইসলাম ও তুলনামূলক ধর্মতত্ত্ব বিষয়ে কাজ করেন।  তিনি অলাভজনক প্রতিষ্ঠান ইসলামিক রিসার্চ ফাউন্ডেশন-এর প্রতিষ্ঠাতা, যেটি পিস টিভি নেটওয়ার্ক পরিচালনা করে থাকে

যার মাধ্যমে তাঁর বক্তৃতা প্রায় দশ কোটি দর্শকের নিকট পৌঁছে যায়। তাকে তুলনামূলক ধর্মতত্ত্বের একজন বিশেষজ্ঞ, টেলিভিশনভিত্তিক-ধর্মপ্রচারণার রকস্টার, আধুনিক ইসলামের একজন পৃষ্ঠপোষক এবং পৃথিবীর শীর্ষস্থানীয় ইসলাম ধর্মপ্রচারক বলা হয়ে থাকে।

বহু ইসলামি ধর্মপ্রচারকদের সাথে তার ভিন্নতা হল, তার বক্তৃতাগুলো পারস্পারিক আলাপচারিতা ও প্রশ্নোত্তরভিত্তিক, যা তিনি আরবি কিংবা উর্দুতে নয় বরং ইংরেজি ভাষায় প্রদান করেন, এবং অধিকাংশ সময়েই তিনি ঐতিহ্যগত আলখাল্লার পরিবর্তে স্যুট-টাই পরিধান করে থাকেন।

তার আলোচনা শুনে অসংখ্য অমুসলিম নর-নারী ইসলাম ধর্ম কবুল করেছেন। তার বেশ কিছু বইও লিখেছেন। তার বইগুলো বেশ জনপ্রিয়। ইসলাম ধর্ম প্রচার করতে গিয়ে তিনি তার নিজ জন্মভূমি ছেড়ে যেতে বাধ্য হয়েছেন।

ডা. জাকির নায়েকের বিজ্ঞানের আলোকে কুরআন ও বাইবেল pdf বই ডাউনলোড।



ইসলামিক বই ডাউনলোড ওয়েবসাইট | ডাঃ জাকির নায়েকের বই পিডিএফ ডাউনলোড | ডাঃ জাকির নায়েকের লেকচার ডাউনলোড | পিস পাবলিকেশন এর বই সমূহ pdf | ডাঃ জাকির নায়েকের বই সমূহ ফ্রি ডাউনলোড।


একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন