ফেসবুকে শেয়ার অপশন চালু করার নিয়ম- ফেসবুক চালাতে চালাতে যখন কোনো পোস্ট আমাদের ভালো লেগে যায় তখন হয়তো তা আমরা শেয়ার করে আমাদের টাইম লাইনে রেখে দেই।
আর আমাদের শেয়ার করা পোস্টগুলো আমাদের ফেসবুকের বন্ধুরাও দেখতে পায়।
একইভাবে আমরা চাই আমাদের পোস্টগুলোও যেনো অন্যরা শেয়ার করে তাদের টাইম লাইনে রেখে দেয়।
আর এর ফলে আমাদের পোস্টগুলো আরো বেশি করে বেশি মানুষের কাছে পৌছাবে।
বিশেষ করে, আমরা যখন কোনো তথ্যবহুল পোস্ট প্রচার করে থাকি তখন চাই অবশ্যই যেনো আমাদের ফেসবুকের বন্ধুরা তা শেয়ার করে।
কিন্তু দুঃখের ব্যাপার হলো, আমাদের মধ্যে অনেকেরই ফেসবুক পোস্টে শেয়ার করার কোনো অপশন থাকে না। আপনিও হয়তো তাদের দলের একজন।
তবে চিন্তার কোনো কারণ নেই, আজকের এই আর্টিকেল থেকে আমরা জানবো, ঠিক কী কারণে ফেসবুক পোস্টের শেয়ার অপশন থাকে না এবং কীভাবে ফেসবুকে শেয়ার করার অপশন চালু করতে হয়।
ফেসবুক পোস্টে শেয়ার করার অপশন থাকে না কেন?
যখন ফেসবুকের কোনো পোস্টের প্রাইভেসি Public অবস্থায় থাকে তখন সবাই ঐ পোস্টে শেয়ার করার অপশন দেখতে পাবে এবং চাইলে শেয়ার করতে পারবে।
কিন্তু কোনো পোস্টের প্রাইভেসি Public না থেকে যদি Friends অবস্থায় থাকে, তাহলে সেই পোস্টে কোনো শেয়ার অপশন থাকে না।
বিশেষ করে, যেসব প্রফাইল লক করা সেসব প্রফাইলের কোনো পোস্টে শেয়ার করার অপশন থাকবে না সেটাই স্বাভাবিক।
তবে আপনার প্রফাইল লক না থাকা সত্ত্বেও যদি Share বাটন না থাকে তাহলে নিচে দেওয়া নির্দেশনা অনুসরণ করুন।
ফেসবুকে শেয়ার করার অপশন চালু করার নিয়ম।
ফেসবুকে আপনি যখন কোনো নতুন পোস্ট তৈরি করতে যাবেন তখন নিচের চিত্রের মতো দেখতে পাবেন।
উপরের চিত্রতে মার্ক করা অংশটি লক্ষ করুন। যেখানে আমার নামের নিচে Friends লেখা আছে।
এর মানে আমার এই পোস্ট কেবলমাত্র আমার ফেসবুক বন্ধুরাই দেখতে পাবে। এবং এই পোস্টে শেয়ার করার অপশন থাকবে না।
এবার জানবো ফেসবুকে শেয়ার করার অপশন চালু করে কীভাবে। এর জন্য উপরের চিত্রে মার্ক করে দেখানো Friends লেখায় ক্লিক করুন।
Friends লেখায় ক্লিক করলে Public, Friends, Only Me সহ আরো কয়েকটি অপশন দেখতে পাবেন।
এখন আপনাকে যা করতে হবে তা হলো Public অপশনটি বাছাই করে Done করে দিতে হবে।
তাহলে আপনার পোস্টের প্রাইভেসি Friends থেকে Public হয়ে যাবে। এবং উক্ত পোস্টে শেয়ার করার অপশন থাকবে।
পরবর্তীতে আপনি যতবারই পোস্ট তৈরি করতে যাবেন দেখবেন আপনার নামের নিচে Public লেখা অপশনটি আছে কিনা।
যদি না থাকে তাহলে একই নিয়মে উক্ত পোস্টের প্রাইভেসি Public করে দিয়ে তারপর প্রচার করবেন।
পুরনো ফেসবুক পোস্টে Share করার অপশন চালু করার পদ্ধতি।
উপরে যে ফেসবুকে শেয়ার করার অপশন চালু করার উপায় দেখালাম সেটায় নতুন পোস্ট তৈরির ক্ষেত্রে কার্যকর।
তবে যদি এমন হয় আপনার পূর্বের কোনো ফেসবুক পোস্টে শেয়ার করার অপশন নাই তাহলে কী করবেন?
এর জন্য আপনাকে যা করতে হবে তা হলো উক্ত পোস্টের প্রাইভেসি Public করে দিতে হবে। কীভাবে তা করবেন?
এর জন্য আপনার প্রফাইলে যান। এবং আপনি যে পোস্টে শেয়ার অপশন রাখতে চান সে পোস্টের ত্রি ডট অপশনে ক্লিক করুন। যেমনটি নিচের চিত্রে দেখতে পাচ্ছেন।
ত্রি ডট অপশনে ক্লিক করলে আরো কিছু অপশন দেখতে পাবেন। সেগুলোর মধ্য থেকে Edit Privacy অপশনে ক্লিক করুন।
Edit Privacy লেখায় ক্লিক করলে Public, Friends, Only Me সহ আরো কয়েকটি অপশন দেখতে পাবেন।
এখন আপনাকে যা করতে হবে তা হলো Public অপশনটি বাছাই করে দিতে হবে।
তাহলে আপনার ঐ পোস্টের প্রাইভেসি Public হয়ে যাবে। এবং শেয়ার করার অপশন যুক্ত হয়ে যাবে।
উল্লেখ্য, আমি আগেই বলেছি ফেসবুকে শেয়ার অপশন চালু করার উপায় তাদের কোনো কাজে আসবে না যাদের প্রফাইল লক করা।
কারণ আপনার প্রফাইল লক করার ফলে আপনার আর কোনো পোস্টের প্রাইভেসিই আর Public থাকবে না যতক্ষণ না আপনার প্রফাইলটি আনলক করেন।
আশা করি বিষয়টি পুরোপুরি ভাবে বুঝতে পেরেছেন। ধন্যবাদ।