ইসলামের কালেমা সমূহ। বাংলা উচ্চারণ ও বাংলা অনুবাদ সহ।

 ০১. কালেমা তাইয়্যেবাহ।

لا إله إلا الله محمد رسول الله


কালেমা তাইয়্যেবাহ-এর বাংলা উচ্চারণ:

লা-ইলা-হা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ্।


কালেমা তাইয়্যেবাহ-এর বাংলা অনুবাদ:

আল্লাহ ছাড়া কোন উপাস্য নাই, হযরত মুহাম্মাদ (সাঃ) তাঁহার প্রেরিত রাসুল।


০২. কালেমা শাহাদাত।

اشهد ان لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله

কালেমা তাইয়্যেবাহর বাংলা উচ্চারণ:

আশ্হাদু আল-লা-ইলা-হা ইল্লাল্লা-হু ওয়াহদাহু-লা-শারীকালাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু।

কালেমা তাইয়্যেবাহর বাংলা অনুবাদ:

আমি সাক্ষ্য দিতেছি যে, আল্লাহ্ ছাড়া কোন উপাস্য নাই। তিনি এক,অদ্বিতীয় এবং আরও সাক্ষ্য দিতেছি যে, মুহাম্মাদ (সাঃ) তাঁহার বান্দা ও প্রেরিত রাসুল।

কালেমা কয়টি ও কী কী? বাংলা উচ্চারণ ও বাংলা অনুবাদ সহ জেনে নিন।
কালেমা কয়টি ও কী কী? বাংলা উচ্চারণ ও বাংলা অনুবাদ সহ জেনে নিন।

০৩. কালেমা তাওহীদ।

لا إله إلا أنت واحد لاثاني لك محمدر

سول الله إمام المتقين رسو لرب

العلمين


কালেমা তাওহীদ-এর বাংলা উচ্চারণ:

লা-ইলাহা ইল্লা আনতা ওয়াহেদাল্লা ছানীয়ালাকা মুহাম্মাদুর রাসূলুল্লাহী ইমামুল মোত্তাকীনা রাসূলু-রাব্বিল আলামীন।


কালেমা তাওহীদ-এর বাংলা অনুবাদ:

আল্লাহ ভিন্ন কেহ এবাদতের যোগ্য নাই। তিনি এক তাঁহার অংশীদার নাই মুহাম্মদ রাসুলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহে ওয়া সাল্লাম) মুত্তাকীনদের (ধর্মভীরুগণের) ইমাম এবং বিশ্বপালকের প্রেরিত।


০৪. কালেমা তামজীদ।

لا إله إلا أنت نور يهدي الله لنوره من يشاء محمد رسول الله إمام المرسلين خاتم النّبين


কালেমা তামজীদ-এর বাংলা উচ্চারণ:

লা-ইলাহা ইল্লা আনতা নুরাইইয়াহ দিয়াল্লাহু লিনুরিহী মাইয়্যাশাউ মুহাম্মাদুর রাসূলুল্লাহি ইমামূল মুরছালীনা খাতামুন-নাবিয়্যীন।


কালেমা তামজীদ-এর বাংলা অনুবাদ।

হে আল্লাহ! আপনি ব্যতীত কেহই উপাস্য নাই, আপনি জ্যোতিময় । আপনি যাহাকে ইচ্ছা আপন জ্যোতিঃ প্রদর্শন করুণ। মুহাম্মদ (সাল্লাল্লাহু আলাইহে ওয়া সাল্লাম) প্রেরিত পয়-গম্বরগণের ইমাম এবং শেষ নবী।

1 Comments

Previous Post Next Post

Recent Posts

Recent in Sports