ফেসবুক টিপস এন্ড ট্রিকস- ফেসবুক হচ্ছে বিশ্বের সব চেয়ে জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম।
Facebook ছাড়াও আরো অনেক সামাজিক যোগাযোগ মাধ্যম রয়েছে। যেমনঃ Twitter, Instagram, LinkedIn, Imo ইত্যাদি।
ইন্টারনেট ব্যবহার করে অথচ ফেসবুক ব্যবহার করেনা এমন মানুষ খুঁজে পাওয়া দুষ্কর।
আর যাদের ইন্টারনেট সম্পর্কে ধারণা একেবারেই কম বা নেই বললেই চলে তারা মনে করে ইন্টারনেট মানেই ফেসবুক আর ফেসবুক মানেই ইন্টারনেট!
অথচ ফেসবুক হচ্ছে একটি সামাজিক যোগাযোগ মাধ্যম ওয়েবসাইট মাত্র।
কম-বেশি আমরা সবাই চাই এই সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজেকে একটু ভিন্ন ভাবে উপস্থাপন করতে। আর তার জন্য কতো কিছুই না করি!
আজকে আমি আপনাদের মাঝে ফেসবুকের একটি দুর্দান্ত ট্রিক্স শেয়ার করবো। আশা করি, আপনাদের ভালো লাগবে।
আমরা সবাই জানি, ফেসবুকে পোস্ট করা কোনো ছবিতে রিয়াক্ট কিংবা কমেন্ট অপশন বন্ধুদের থেকে হাইড করে রাখা যায়না।
তবে আজকে আমি শিখাবো কীভাবে আপনার ফেসবুকের প্রফাইল ছবির রিয়াক্ট ও কমেন্ট অপশন হাইড করে রাখবেন।
যাতে করে উক্ত ছবিতে আপনার ফ্রেন্ড লিষ্টের কেউ অথবা অন্য কেউ কোনো রিয়াক্ট বা কমেন্ট না করতে পারে।
এ পদ্ধতি অবলম্বন করলে উক্ত প্রফাইল ছবিতে পূর্বে করা React ও Comment গুলো আপনি ছাড়া আর কেউ দেখতে পারবেনা। মানে হাইড হয়ে যাবে।
তবে ভয় পাওয়ার কিছু নেই আপনি চাইলেই খুব সহজেই আবার সেগুলো শো করাতে পারবেন। যা এই পোস্টেই শিখাবো। আর কথা না বাড়িয়ে চলুন এবার শিখে নেওয়া যাক।
ফেসবুক প্রফাইল ফটোর React ও Comment অপশন হাইড করবেন যেভাবেঃ-
০১: প্রথমে আপনার ফেসবুক প্রফাইল ছবিতে প্রবেশ করুন। এবং উপরের ডান পাশে থ্রি ডট অপশনে ক্লিক করুন।
০২: এবার নিচের দিকে ‘Edit Privacy’ লেখা দেখতে পাবেন, তাতে ক্লিক করুন।
[বুঝার সুবিধার্থে ধাপ ১ ও ধাপ ২ এর স্ক্রিনশট নিচের চিত্রে দেওয়া হলো]
০৩: ‘Edit Privacy’ লেখায় প্রবেশ করার পর ‘See More’ লেখায় ক্লিক করে নিচে আসা ‘Only Me’ অপশনটি সিলেক্ট করে বেরিয়ে আসুন।
[বুঝার সুবিধার্থে ধাপ ৩ এর স্ক্রিনশট নিচের চিত্রে দেওয়া হলো]
[সংক্ষিপ্ত নির্দেশনাঃ প্রফাইল ছবির থ্রি ডট অপশন > Edit Privacy > See More > Only Me]
আপনার কাজ শেষ, এবার আপনার প্রফাইল ছবিতে আর কেউ React কিংবা Comment করতে পারবেনা।
আর পূর্বে করা রিয়াক্ট ও কমেন্টগুলোও আপনি ছাড়া আর কেউ দেখতে পারবে না।
এবার চলুন জেনে নেওয়া যাক, আপনার প্রফাইল ছবিটি কীভাবে পূর্বের অবস্থায় ফিরিয়ে আনবেন।
অর্থাৎ কীভাবে আবার রিয়াক্ট ও কমেন্ট অপশন চালু করবেন।
কমেন্ট ও রিয়াক্ট অপশন অন করতে পূর্বের মতোই প্রফাইল ছবির থ্রি ডট অপশন থেকে Edit Privacy লেখায় ক্লিক করুন।
এবং এখান থেকে প্রাইভেসিটা ‘Only Me’ থেকে ‘Public’ অথবা ‘Friends’ করে দিন।
আশা করি, আজকের এই ফেসবুক ট্রিকসটি আপনার উপকারে আসবে। এমন আরো নিত্যনতুন ফেসবুক টিপস এন্ড ট্রিকস পেতে টেক রবিন এর সাথেই থাকুন।
ধন্যবাদ।