কুরআনের ছোট ছোট সূরা শেখার এন্ড্রয়েড অ্যাপ। | ছোট সূরা শিখতে চাই।

ওয়েবসাইটের অ্যাপস রিভিউ পোস্টে আপনাকে স্বাগত।

আজকের এই পোস্টের মাধ্যমে আমি আপনাদেরকে ছোট একটি ইসলামিক অ্যাপ্লিকেশন এর সাথে পরিচয় করিয়ে দিব।

অ্যাপ্লিকেশনটির মূল আকর্ষণ হচ্ছে এটিতে কুরআনের ছোট ছোট ২৬ টি সূরা রয়েছে বাংলা অর্থ সহ।

কুরআনের ছোট ছোট সূরা শেখার এন্ড্রয়েড অ্যাপ। | ছোট সূরা শিখতে চাই।

কুরআনের ২৬ টি ছোট সূরার বাংলা উচ্চারণ, অর্থ, অডিও ও তাফসির রয়েছে উক্ত অ্যাপ্লিকেশনে।

তাই যারা আরবি পড়তে পারেন না তারাও এই অ্যাপ্লিকেশনটি দিয়ে বাংলা উচ্চারণ দেখে অথবা শুধু শুনে শুনেই খুব সহজেই সূরাগুলো সুদ্ধ উচ্চারণে শিখতে পারবেন।

এছাড়াও উক্ত অ্যাপ্লিকেশনে রয়েছে কালেমা, দুরুদ, ২০ টি দো’আ এবং প্রয়োজনীয় আরো অনেক কিছু।

অ্যাপ্লিকেশনটির আরো একটি বিশেষ সুবিধা হচ্ছে এটি ব্যবহার করতে ইন্টারনেট সংযোগের প্রয়োজন নেই।

তবে ইন্টারনেট সংযোগ দিয়ে অ্যাপ্লিকেশনটিতে প্রবেশ করলে মাঝে মাঝে বিজ্ঞাপন দেখানো হয়।

গুগল প্লে স্টোরে এ পর্যন্ত অ্যাপটি ১ মিলিয়নেরও বেশি সংখ্যকবার ডাউনলোড করা হয়েছে, আর রেটিং পয়েন্ট হচ্ছে ৪.৫ ★।

কুরআনের ছোট ছোট ২৬ টি সূরা

আশা করি এই অ্যাপ্লিকেশনটি আপনাদের অনেক কাজে আসবে। তাই আর দেরি না করে গুগল প্লেস্টোরে গিয়ে ‘Small 26 Surah’ (২৬ টি ছোট সূরা) লিখে খোঁজ করুন।

অথবা সরাসরি এখান থেকে ডাউনলোড করে ইনস্টল করে নিন ছোট এই অ্যাপ্লিকেশনটি।

চাইলে আমাদের প্রযুক্তি প্রিয় ফেসবুক গ্রুপটিতে যোগ দিতে পারেন। গ্রুপটির মূল উদ্দেশ্য হলো প্রযুক্তি বিষয়ক বিভিন্ন সমস্যার সমাধান করা।

ধন্যবাদ।

Post a Comment

Previous Post Next Post