ইমুতে বন্ধুর পাঠানো মেসেজ পড়ুন আনসিন রেখেই, কীভাবে ইমুতে মেসেজ আনসিন রেখে পড়া যায়?

ইমুতে আসা মেসেজ পড়ুন মেসেজ আনসিন রেখেই।

প্রযুক্তি প্রিয়‘র আরেকটি নতুন আর্টিকেলে আপনাকে স্বাগতম। আজকের এই আর্টিকেল থেকে আমরা ইমুর ছোট একটি সেটিং নিয়ে আলোচনা করবো।

তা হলো ইমুতে কীভাবে অন্যের পাঠানো মেসেজ পড়বেন যাতে যে মেসেজটি পাঠিয়েছে, সে কোনো ভাবেই বুঝতে না পারে যে, আপনি তার পাঠানো মেসেজ পড়েছেন বা দেখেছেন।

Imo হচ্ছে অনেক জনপ্রিয় একটি মেসেজিং অ্যাপ্লিকেশন। যা আমরা কম-বেশি সবাই ব্যবহার করি।

ইমোতে যখন কেউ কাউকে বার্তা পাঠাতে যায় সেই বার্তা সেন্ড হলো কিনা অর্থাৎ বার্তা প্রাপকের নিকট পৌছালো কিনা তা বুঝা যায় বার্তার ঠিক নিচে টিক চিহ্ন দেখে।

কোনো বার্তা প্রাপকের ডিভাইসে সেন্ড হওয়ার পূর্ব পর্যন্ত বার্তার নিচে নীল রঙের একটি টিক চিহ্ন দেখা যায়।

আর যখন বার্তাটি সেন্ড হয় অর্থাৎ বার্তাটি যখন প্রাপকের ডিভাইসে গিয়ে পৌছায় তখন বার্তার নিচে নীল রঙের দুটি টিক চিহ্ন থাকে যতক্ষণ পর্যন্ত উক্ত বার্তা প্রাপক না খুলে দেখে।

আর প্রাপক যখন বার্তা খুলে দেখবে তখন বার্তার নিচের নীল রঙের টিক চিহ্ন দুটি পরিবর্তন হয়ে নীল রঙের বৃত্তের মতো হয়ে যাবে। যা আমরা সবাই জানি।

তবে কথা হচ্ছে প্রেরক যদি না চান প্রাপক জানুক যে, তার পাঠানো বার্তা সে পড়েছে, তাহলে কী করা যায়?

কারণ প্রাপক যখন বার্তা খুলবে তখন প্রেরকের ডিভাইসে বার্তার নিচে নীল রঙের টিক চিহ্ন দুটি পরিবর্তন হয়ে বৃত্তের মতো দেখা যাবে। আর তাতেই সে বুঝে যাবে যে, বার্তাটি প্রাপক দেখে নিয়েছে।

ইমোতে আপনার কাছে আসা বার্তা আপনি পড়েছেন কি না, তা প্রেরককে স্বয়ংক্রিয়ভাবে জানানো বা না জানানোর জন্য একটি সেটিং রয়েছে। উক্ত সেটিং বা অপশনটির নাম হচ্ছে ‘রিড রিসিপ্টস‘।

রিড রিসিপ্টস অপশনটি বন্ধ করে রাখলে প্রেরক বুঝতে পারবে না তার পাঠানো বার্তা প্রাপক পড়েছে কি না।

আরো পড়ুন: হোয়াটসঅ্যাপে আসা মেসেজ পড়ুন মেসেজ Unseen রেখেই।

রিড রিসিপ্টস অপশনটি বন্ধ করার আগে যে বিষয় জানা জরুরি।

রিড রিসিপ্টস অপশনটি বন্ধ করার ফলে প্রেরকের পাঠানো বার্তা আপনি দেখেছেন কিনা সেটা যেমন প্রেরক বুঝতে পারবে না, ঠিক তেমনি আপনি কাউকে বার্তা পাঠালে প্রাপক পড়লেন কি না, তা আপনি বুঝতে পারবেন না। আশা করি, বিষয়টি বুঝতে পেরেছেন।

মেসেজ Unseen রেখে ইমোর মেসেজ পড়ার উপায়।

রিড রিসিপ্টস‘ অপশনটি বন্ধ করার জন্য নিচে দেওয়া ধাপগুলো অনুসরণ করুন।

০১. প্রথমে আপনার Imo অ্যাপ চালু করে Settings অপশন থেকে Privacy অপশনে প্রবেশ করুন।

০২. প্রাইভেসি’তে যাওয়ার পর Read Receipts লেখা যে অপশনটি দেখতে পাবেন তাতে ক্লিক করুন।

ইমো নিউ টিপস এন্ড ট্রিকস

ইমো নিউ টিপস এন্ড ট্রিকস

[সংক্ষিপ্ত নির্দেশনা: Settings > Privacy > Read Receipts]

০৩. Read Receipts লেখায় ক্লিক করার পর Everyone, My Contacts এবং Nobody নামে তিনটি অপশন দেখতে পাবেন। (নিচের চিত্রের মতো)

ইমো নিউ টিপস এন্ড ট্রিকস

ইমো নিউ টিপস এন্ড ট্রিকস

Read Receipts সেটিং Everyone এ থাকা অবস্থায় আপনি কোনো বার্তা খুলে দেখেছেন কিনা তা সবাই বুঝতে পারবে।

আর যদি My Contacts অপশনটি বাছাই করে দেন তাহলে আপনার ইমোতে কন্টাক্ট লিষ্টে যারা আছে তারাই কেবল বুঝতে পারবে।

তবে আপনি যদি চান আপনি কারো বার্তা দেখে নিয়েছেন কিনা তা সে না জানুক তাহলে Nobody অপশনটি বাছাই করে দিন।

তাহলে কেউ আপনাকে কোনো বার্তা পাঠালে আপনি যদি সেই বার্তা খুলে দেখেন তাহলে তা Unseen অবস্থাতেই থেকে যাবে।

আর আপনি যদি পূর্বের অবস্থায় ফিরে যেতে চান তাহলে Read Receipts সেটিং এ গিয়ে পুনরায় Everyone বাছাই করে দিতে হবে।

এমন আরো ইমোর নতুন টিপস এবং ট্রিকস পেতে প্রযুক্তি প্রিয় ডট কম ওয়েবসাইটে নিয়মিত ভিজিট করুন। ধন্যবাদ।

Post a Comment

Previous Post Next Post