ফেসবুক পোস্টের রিয়াক্টের পরিমাণ হাইড করার নিয়ম জেনে নিন।

ফেসবুকের অজানা টিপস- ফেসবুক হচ্ছে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম।

তাই আমরা যারা ইন্টারনেট ব্যবহার করি তাদের নিজস্ব ফেসবুক অ্যাকাউন্ট রয়েছে যা আমরা কম-বেশি ব্যবহার করে থাকি।

ফেসবুকে আমরা সবাই চাই আর ১০ জন থেকে নিজেকে আলাদা ভাবে উপস্থাপন করতে। আর তার জন্য কতো কিছুই না করি!

ফেসবুক পোস্টের রিয়াক্টের পরিমাণ হাইড করার নিয়ম জেনে নিন।

আজকের এই পোস্টটিতে এমন একটি ফেসবুক নতুন টিপস শেয়ার করবো যার মাধ্যমে নিজেকে আলাদা ভাবে উপস্থাপন করতে পারবেন।

যদি আমাদের ফেসবুকের কোনো পোস্টে কম রিয়াক্ট পড়ে তা নিয়ে কেউ কেউ হতাশায় ভুগি।

বিশেষ করে কেউ জনপ্রিয় হিসেবে বিবেচিত হওয়ার পর তার ফেসবুক পোস্টে পর্যাপ্ত রিয়াক্ট না পেলে উদ্বেগ ও বিব্রতকর পরিস্থিতির মুখোমুখি হওয়াটা স্বাভাবিক।

পর্যাপ্ত রিয়াক্ট, কমেন্ট না পেয়ে কেউ হয়তো ফেসবুক থেকে পোস্ট সরিয়ে নিতে চিন্তা ভাবনা করে। আবার কেউ হয়তো অন্যের পোস্টে অধিক সংখ্যক রিয়াক্ট দেখে ঈর্ষান্বিত হতে পারে।

এসব সমস্যা থেকে মুক্তি দিতে এবং ইউজারদের পপুলারিটি নিয়ে মাথাব্যথা কমানোর জন্য সম্প্রতি ফেসবুক নতুন একটি সেটিং যুক্ত করেছে।

যার মাধ্যমে আপনার নিজস্ব ফেসবুক পোস্টে এমনকি অন্যদের করা পোস্টগুলোরও রিয়াক্ট সংখ্যা হাইড করতে পারবেন।

সিরিয়াস পোস্টে অনাকাঙ্ক্ষিত ‘হা হা’ রিয়াক্ট ঠেকাতেও এই ফেসবুক সেটিংসটি অনেক কার্যকর ভূমিকা পালন করবে।

আপনি যদি আপনার ফেসবুকের পোস্টের রিয়াক্ট সংখ্যা হাইড করে দিন তাহলে আপনার পোস্টে আপনার বন্ধুরা রিয়াক্ট করতে পারবে ঠিকই তবে পোস্টে মোট কতোগুলো রিয়াক্ট পড়েছে সেই সংখ্যাটা কেউ দেখতে পারবেনা

তবে কেউ যদি চায় উক্ত পোস্টে কারা কারা কী রিয়াক্ট করেছে তা দেখতে পাবে আবার ইচ্ছে হলে গুণে দেখতে পারবে। তবে পোস্টের নিচে তা শো করবে না।

আপনার ইচ্ছে হলে রিয়াক্ট সংখ্যা যেমন হাইড করতে পারবেন আবার ইচ্ছে হলে যখন খুশি তা আবার শো করাতেও পারবেন।

ব্যক্তিগত প্রফাইল থেকে ফেসবুক লাইক বাটন হাইড বা ফেসবুক কমেন্ট অপশন হাইড না করা গেলেও এর পূর্বে আপনাদের শিখিয়েছিলাম কীভাবে ফেসবুক প্রফাইল ছবির রিয়াক্ট ও কমেন্ট অপশন হাইড করতে হয়।

ফেসবুক পোস্টের মোট রিয়াক্টকারীর সংখ্যা হাইড করবো কীভাবে? | ফেসবুক টিপস এন্ড ট্রিকস।

০১. ফেসবুক এর লাইক ও রিয়াক্টকারীর সংখ্যা হাইড করতে প্রথমে আপনার Facebook অ্যাপটি ওপেন করে উপরের মেনুবারে ডান পাশে প্রফাইল ছবি যুক্ত ত্রি রেখা অপশনটিতে প্রবেশ করুন।

০২. এরপর থেকে Settings & Privacy অপশন থেকে Settings লেখা অপশনটিতে প্রবেশ করুন।

০৩. তারপর নিচের দিকে স্ক্রল করলে Reaction Preference নামে একটা অপশন দেখতে পাবেন। তাতে ক্লিক করুন।

[সংক্ষিপ্ত নির্দেশনা: Settings & Privacy > Settings > Reaction Preference]

০৪. Reaction Preference এর ভিতর আবার দুটি অপশন দেখতে পাবেন। (নিচের চিত্রটি লক্ষ্য করুন।)

On posts from others: এই অপশনটি On করে দিলে আপনার ফেসবুক নিউজফিডে আসা পোস্টগুলোর মোট রিয়াক্ট সংখ্যা আপনি দেখতে পাবেন না।

অর্থাৎ আপনার অনুসরণ করা পেইজ, যুক্ত হওয়া গ্রুপ এমনকি আপনার বন্ধুদের করা পোস্টের রিয়াক্ট সংখ্যাও আপনার কাছে হাইড হয়ে থাকবে। তবে সেসব পোস্টে রিয়াক্ট দিতে কোনো সমস্যা হবেনা।

আপনি যদি অন্যের পোস্টের রিয়াক্ট সংখ্যা দেখতে আগ্রহী না হন তাহলে এই অপশনটি চালু করে দিতে পারে।

On your posts: আর আপনি যদি এই অপশনটি চালু করে দেন তাহলে আপনার করা পোস্টে মোট কতো জন রিয়াক্ট করেছে তার সংখ্যাটা হাইড হয়ে যাবে।

এই অপশন চালু রাখা অবস্থায় আপনি এবং অন্য কোনো ফেসবুক ব্যবহারকারী তা দেখতে পাবে না।



Post a Comment

Previous Post Next Post