ভুলে পাঠানো জিমেইল মুছে ফেলুন ৩০ সেকেন্ডেই
ইন্টারনেটের বদৌলতে অফিস-আদালতে কাজকর্ম আর যোগাযোগের জন্য নিত্যদিনের অনুষঙ্গ হয়ে উঠেছে জিমেইল। গুগলের আধিপত্য আর জনপ্রিয়তায় এখন অনেকেই ইমেইল পাঠানোর জন্য ইয়াহু কিংবা হটমেইল থেকে জিমেইলকেই বেশি নির্ভরযোগ্য মাধ্যম মনে করেন।
আর এই আকর্ষণের কেন্দ্রে আছে জিমেইলের নিত্যনতুন ফিচার আর অত্যাধুনিক সব সুযোগ-সুবিধা। এর আগে ভুল করে পাঠানো মেইল বাতিল করার জন্য একটি বিশেষ ‘আনডু’ (Undo) ফিচার যুক্ত করে গুগল। এর মাধ্যমে পাঠানো জিমেইলে কোনো ভুলত্রুটি চোখে পড়লে সেটি পৌঁছানোর আগেই বাতিল করে দেওয়া যায়।
তবে মেইল পাঠানো হলে (send করার পর) এটি ব্যবহার করতে সময় দেওয়া হয় মাত্র পাঁচ সেকেন্ড। অর্থাৎ ভুল করে কাউকে জিমেইল পাঠানো হলে পাঁচ সেকেন্ডের মধ্যে সেটি বাতিল না করলে তা প্রাপকের কাছে পৌঁছে যেত।
এবার সেই সুবিধার পরিধি আরেকটু বাড়িয়েছে গুগল। ভুল করে পাঠানো ই-মেইল ফিরিয়ে আনতে জিমেইলের ‘আনডু’ ফিচার ব্যবহার করা যাচ্ছে ৩০ সেকেন্ড পর্যন্ত।
কীভাবে জিমেইল ‘আনডু’ করার সময় বাড়াবেন?
কম্পিউটার থেকে আপনার জিমেইল খুলুন। ওপরে ডান দিকে সেটিংস অপশন ওপেন করুন। ‘সি অল সেটিংস’-এ ক্লিক করুন। ‘জেনারেল’ ট্যাব থেকে ‘আনডু’ অপশন ওপেন করুন। সেখানে ৫, ১০, ২০ ও ৩০ সেকেন্ডের অপশন থেকে ৩০ সেকেন্ড নির্বাচিত করে ‘সেভ চেঞ্জ’ অপশন সিলেক্ট করুন।
সবকিছু ঠিকভাবে করতে পারলে এরপর থেকে যেকোনো জিমেইল পাঠানোর পর সেটি বাতিল করতে আপনাকে ৩০ সেকেন্ড পর্যন্ত সময় দেওয়া হবে।