বাংলালিংক সাপ্তাহিক ইন্টারনেট প্যাকেজ ২০২১। | বাংলালিংক এমবি অফার ২০২১।

বাংলালিংকের সাপ্তাহিক ইন্টারনেট প্যাক

বাংলালিংক ইমারজেন্সি ইন্টারনেট, বাংলালিংক ইন্টারনেট ব্যালেন্স, বাংলালিংক এর ইন্টারনেট অফার, বাংলালিংক এর ইন্টারনেট ব্যালেন্স দেখার নিয়ম, বাংলালিংক এর ইন্টারনেট সেটিং, বাংলালিংক এর ইন্টারনেট চেক, বাংলালিংক মিনিট এবং ইন্টারনেট অফার, বাংলালিংক ইন্টারনেট ও মিনিট অফার ২০২১, বাংলালিংক ইন্টারনেট প্যাক, বাংলালিংক ইন্টারনেট কিভাবে দেখে,

টফি স্পেশাল ইন্টারনেট প্যাক ১GB মাত্র ১৬ টাকা!

প্যাকটি কিনতে ডায়াল করুন: *121*16#

ব্যালেন্স চেক ইউএসএসডি: *5000*500#

বিস্তারিত::

→ ক্যাম্পেইন চলাকালীন সকল প্রিপেইড এবং কল অ্যান্ড কন্ট্রোল গ্রাহক স্পেশাল অফারটি কিনতে পারবেন।

→ টফি’র নির্দিষ্ট প্যাকগুলো শুধুমাত্র MyBL অ্যাপে এবং ইউএসএসডি ডায়ালের মাধ্যমে কেনা যাবে

→ ক্যাম্পেইন চলাকালীন গ্রাহকেরা যতবার খুশি অফারটি নিতে পারবেন।

→ টফি’র নির্দিষ্ট প্যাক ভলিউম শুধুমাত্র টফি অ্যাপে ব্যবহার করা যাবে।

→ প্যাকের মূল্যের সাথে ভ্যাট, এসডি ও এসসি অন্তর্ভুক্ত।

→ আপনার ইন্টারনেট প্যাকের ভলিউম কিংবা মেয়াদ পুরোপুরি শেষ হয়ে গেলে, আপনাকে ১ টাকা/ MB Pay-As-You- Go রেট (ভ্যাট, সাপ্লিমেন্টারি ডিউটি এবং সারচার্জ ছাড়া) চার্জ করা হবে, ১০KB পালসে। ৬.০৯ টাকার (ভ্যাট, সাপ্লিমেন্টারি ডিউটি এবং সারচার্জ সহ) পর আপনার Pay-As-You-Go ইন্টারনেট ব্যবহার বন্ধ হয়ে যাবে।

→ গ্রাহকের ডিভাইস, ব্যবহারের ধরন এবং সামগ্রিক নেটওয়ার্ক পরিবেশের উপর নির্ভর করে ইন্টারনেট স্পিড আলাদা হতে পারে।

→ *৫০০০*৫৬৬# ডায়াল করে প্যাকটি রিনিউ করতে ১ চাপুন অথবা অটো-রিনিউয়াল বন্ধ করতে ২ চাপুন।

(বাংলালিংক ইন্টারনেট অফার ২০২১)

বাংলালিংক প্রিপেইডে ৫০০এমবি ইন্টারনেট অফার মাত্র ৪২ টাকা!

এই প্যাকটি কিনতে রিচার্জ করুন ৪২ টাকা অথবা ডায়াল *১২১*৪২#

ব্যালেন্স চেক ইউএসএসডি: *5000*500#

বিস্তারিত:

→ ৫০০এমবি  ইন্টারনেট যেকোনো কাজে ব্যবহার করা যাবে।

→ শুধুমাত্র eSelfcare এবং MyBL অ্যাপ দিয়ে প্যাকটি কিনলে (৫০০এমবি + ৫০০এমবি) ১০০% বোনাস পাওয়া যাবে।

→ মেয়াদ থাকাকালীন আপনি যদি এই অফারটি (৪২ টাকায় ৫০০এমবি) পুনরায় ক্রয় করেন, তাহলে অব্যবহৃত ইন্টারনেট আপনার নতুন অফারের সঙ্গে যুক্ত হবে।

→ আপনার ইন্টারনেট প্যাকের ভলিউম কিংবা মেয়াদ পুরোপুরি শেষ হয়ে গেলে, আপনাকে ১ টাকা/ MB Pay-As-You-Go রেট (ভ্যাট, সাপ্লিমেন্টারি ডিউটি এবং সারচার্জ ছাড়া) চার্জ করা হবে, ১০KB পালসে। ৬.০৯ টাকার (ভ্যাট, সাপ্লিমেন্টারি ডিউটি এবং সারচার্জ সহ) পর আপনার Pay-As-You-Go ইন্টারনেট ব্যবহার বন্ধ হয়ে যাবে।

→ এই অফারটি সীমিত সময়ের জন্য।

(বাংলালিংক ইন্টারনেট চেক)

বাংলালিংক প্রিপেইডে ২GB অনলাইন মিট প্যাক মাত্র ৫০ টাকা!

এই প্যাকটি কিনতে ডায়াল করুন: *৫০০০*৫০#    

ব্যালেন্স চেক ইউএসএসডি: *5000*500#

বিস্তারিত::

→ ২GB ভলিউম ব্যবহার করা যাবে শুধুমাত্র জুম, টিমস, গুগল মিট, গুগল ক্লাসরুম, গুগল ডূও এবং স্কাইপ-এ। 

→ এই প্যাকটি eSelfcare এবং MyBL অ্যাপ দিয়েও কেনা যাবে। 

→ মেয়াদ থাকাকালীন আপনি যদি এই অফারটি (৫০ টাকায় ২GB) পুনরায় ক্রয় করেন, তাহলে অব্যবহৃত ইন্টারনেট আপনার নতুন অফারের সঙ্গে যুক্ত হবে।

→ আপনার ইন্টারনেট প্যাকের ভলিউম কিংবা মেয়াদ পুরোপুরি শেষ হয়ে গেলে, আপনাকে ১ টাকা/ MB Pay-As-You-Go রেট (ভ্যাট, সাপ্লিমেন্টারি ডিউটি এবং সারচার্জ ছাড়া) চার্জ করা হবে, ১০KB পালসে। ৬.০৯ টাকার (ভ্যাট, সাপ্লিমেন্টারি ডিউটি এবং সারচার্জ সহ) পর আপনার Pay-As-You-Go ইন্টারনেট ব্যবহার বন্ধ হয়ে যাবে।

→ এই অফারটি সীমিত সময়ের জন্য।

(বাংলালিংক ইন্টারনেট অফার দেখার নিয়ম)

বাংলালিংক প্রিপেইডে ৪GB ইন্টারনেট অফার মাত্র ১০৮ টাকা!

এই প্যাকটি কিনতে রিচার্জ করুন ১০৮ টাকা অথবা ডায়াল *১২১*১০৮#

ব্যালেন্স চেক ইউএসএসডি : *5000*500#

বিস্তারিত::

→ ৪GB (রেগুলার ৩GB+১GB বোনাস) ইন্টারনেট যেকোনো কাজে ব্যবহার করা যাবে।

→ শুধুমাত্র eSelfcare এবং MyBL অ্যাপ দিয়ে প্যাকটি কিনলে (৪GB রেগুলার + ১GB বোনাস) ২৫% বোনাস পাওয়া যাবে।

→ এই প্যাকটি মেয়াদ থাকাকালীন সময়ে কিনলে গ্রাহকেরা ২০% ইন্টারনেট বোনাস উপভোগ করতে পারবেন।

→ মেয়াদ থাকাকালীন আপনি যদি এই অফারটি (১০৮ টাকায় ৪GB) পুনরায় ক্রয় করেন, তাহলে অব্যবহৃত ইন্টারনেট আপনার নতুন অফারের সঙ্গে যুক্ত হবে।

→ আপনার ইন্টারনেট প্যাকের ভলিউম কিংবা মেয়াদ পুরোপুরি শেষ হয়ে গেলে, আপনাকে ১ টাকা/ MB Pay-As-You-Go রেট (ভ্যাট, সাপ্লিমেন্টারি ডিউটি এবং সারচার্জ ছাড়া) চার্জ করা হবে, ১০KB পালসে। ৬.০৯ টাকার (ভ্যাট, সাপ্লিমেন্টারি ডিউটি এবং সারচার্জ সহ) পর আপনার Pay-As-You-Go ইন্টারনেট ব্যবহার বন্ধ হয়ে যাবে।

→ এই অফারটি সীমিত সময়ের জন্য।

(বাংলালিংক ইন্টারনেট চেক করার কোড)

বাংলালিংক প্রিপেইডে ৭GB ইন্টারনেট অফার মাত্র ১১৪ টাকা!

এই প্যাকটি কিনতে রিচার্জ করুন ১১৪ টাকা অথবা ডায়াল *১২১*১১৪#

ব্যালেন্স চেক ইউএসএসডি: *5000*500#

বিস্তারিত::

→ ৭GB (৫GB + ২GB 4G বোনাস) ইন্টারনেট যেকোনো কাজে ব্যবহার করা যাবে।

→ শুধুমাত্র eSelfcare এবং MyBL অ্যাপ দিয়ে প্যাকটি কিনলে (৫GB রেগুলার + ৩GB বোনাস+ ২GB 4G বোনাস) ১০০% বোনাস পাওয়া যাবে।  

→ এই প্যাকটি মেয়াদ থাকাকালীন সময়ে কিনলে গ্রাহকেরা ২০% ইন্টারনেট বোনাস উপভোগ করতে পারবেন।  

→ মেয়াদ থাকাকালীন আপনি যদি এই অফারটি (১১৪ টাকায় ৭GB) পুনরায় ক্রয় করেন, তাহলে অব্যবহৃত ইন্টারনেট আপনার নতুন অফারের সঙ্গে যুক্ত হবে।

→ আপনার ইন্টারনেট প্যাকের ভলিউম কিংবা মেয়াদ পুরোপুরি শেষ হয়ে গেলে, আপনাকে ১ টাকা/ MB Pay-As-You-Go রেট (ভ্যাট, সাপ্লিমেন্টারি ডিউটি এবং সারচার্জ ছাড়া) চার্জ করা হবে, ১০KB পালসে। ৬.০৯ টাকার (ভ্যাট, সাপ্লিমেন্টারি ডিউটি এবং সারচার্জ সহ) পর আপনার Pay-As-You-Go ইন্টারনেট ব্যবহার বন্ধ হয়ে যাবে।

→ এই অফারটি সীমিত সময়ের জন্য।

(বাংলালিংক ইন্টারনেট অফার 7 দিন)

বাংলালিংক প্রিপেইডে ১০GB (৯GB বোনাস + ১GB) ইন্টারনেট অফার মাত্র ১২৯ টাকা!

এই প্যাকটি কিনতে রিচার্জ করুন ১২৯ টাকা অথবা ডায়াল *১২১*১২৯# 

ব্যালেন্স চেক ইউএসএসডি : *5000*500#

বিস্তারিত::

→ এই প্যাকটি কিনলেই ১০GB (৬GB রেগুলার + ৩GB বোনাস + ১GB Toffee বোনাস) পাচ্ছেন। 

→ আপনি eSelfcare এবং MyBL অ্যাপ দিয়েও প্যাকটি কিনতে পারবেন।

→ এই প্যাকটি MyBL অ্যাপ থেকে কিনলে পাচ্ছেন ১৬GB (৬GBরেগুলার + ৯GB বোনাস + ১GB Toffee বোনাস) অর্থাৎ ১৫০% বোনাস।

→ এই প্যাকটি মেয়াদ থাকাকালীন সময়ে কিনলে গ্রাহকেরা ২০% ইন্টারনেট বোনাস উপভোগ করতে পারবেন।

→ গ্রাহকেরা এই প্যাকের সাথে অতিরিক্ত ১GB টফি বোনাস উপভোগ করতে পারবেন এবং টফি অ্যাপে ব্যবহার করতে পারবেন।

→ মেয়াদ থাকাকালীন আপনি যদি এই অফারটি (১২৯ টাকায় ১০GB)  পুনরায় ক্রয় করেন, তাহলে অব্যবহৃত ইন্টারনেট আপনার নতুন অফারের সঙ্গে যুক্ত হবে। 

→ আপনার ইন্টারনেট প্যাকের ভলিউম কিংবা মেয়াদ পুরোপুরি শেষ হয়ে গেলে, আপনাকে ১ টাকা/ MB Pay-As-You-Go রেট (ভ্যাট, সাপ্লিমেন্টারি ডিউটি এবং সারচার্জ ছাড়া) চার্জ করা হবে, ১০KB পালসে। ৬.০৯ টাকার (ভ্যাট, সাপ্লিমেন্টারি ডিউটি এবং সারচার্জ সহ) পর আপনার Pay-As-You-Go।

→ এই অফারটি সীমিত সময়ের জন্য।

(বাংলালিংক আনলিমিটেড ইন্টারনেট প্যাকেজ)

বাংলালিংক প্রিপেইডে ১৩GB ইন্টারনেট অফার মাত্র ১৪৯ টাকা!

এই প্যাকটি কিনতে রিচার্জ করুন ১৪৯ টাকা অথবা ডায়াল *১২১*১৪৯# 

ব্যালেন্স চেক ইউএসএসডি : *5000*500#

বিস্তারিত::

→ এই প্যাকটি কিনলেই ১৩GB (৮GBরেগুলার + ৫GB বোনাস) পাচ্ছেন।

→ আপনি eSelfcare এবং MyBL অ্যাপ দিয়েও প্যাকটি কিনতে পারবেন। 

→ এই প্যাকটি MyBL অ্যাপ থেকে কিনলে পাচ্ছেন ১৮GB (৮GB রেগুলার + ১০GB বোনাস) অর্থাৎ ১২৫% বোনাস।

→ এই প্যাকটি মেয়াদ থাকাকালীন সময়ে কিনলে গ্রাহকেরা ২০% ইন্টারনেট বোনাস উপভোগ করতে পারবেন।

→ মেয়াদ থাকাকালীন আপনি যদি এই অফারটি (১৪৯ টাকায় ১৩GB)  পুনরায় ক্রয় করেন, তাহলে অব্যবহৃত ইন্টারনেট আপনার নতুন অফারের সঙ্গে যুক্ত হবে ।

→ আপনার ইন্টারনেট প্যাকের ভলিউম কিংবা মেয়াদ পুরোপুরি শেষ হয়ে গেলে, আপনাকে ১ টাকা/ MB Pay-As-You-Go রেট (ভ্যাট, সাপ্লিমেন্টারি ডিউটি এবং সারচার্জ ছাড়া) চার্জ করা হবে, ১০KB পালসে। ৬.০৯ টাকার (ভ্যাট, সাপ্লিমেন্টারি ডিউটি এবং সারচার্জ সহ) পর আপনার Pay-As-You-Go।

→ এই অফারটি সীমিত সময়ের জন্য।

(বাংলালিংক আনলিমিটেড ইন্টারনেট অফার)

বাংলালিংক প্রিপেইডে ১৮GB ইন্টারনেট অফার মাত্র ১৬৯ টাকা!

এই প্যাকটি কিনতে রিচার্জ করুন ১৬৯ টাকা অথবা ডায়াল *১২১*১৬৯# 

ব্যালেন্স চেক ইউএসএসডি: *5000*500#

বিস্তারিত::

→ এই প্যাকটি কিনলেই ১৮GB (১০GBরেগুলার + ৮GB বোনাস) পাচ্ছেন।

→ আপনি eSelfcare এবং MyBL অ্যাপ দিয়েও প্যাকটি কিনতে পারবেন।

→ এই প্যাকটি MyBL অ্যাপ থেকে কিনলে পাচ্ছেন ২০GB (১০GB রেগুলার + ১০GB বোনাস) অর্থাৎ ১০০% বোনাস।   

→ এই প্যাকটি মেয়াদ থাকাকালীন সময়ে কিনলে গ্রাহকেরা ২০% ইন্টারনেট বোনাস উপভোগ করতে পারবেন।

→ মেয়াদ থাকাকালীন আপনি যদি এই অফারটি (১৬৯ টাকায় ১৮GB)  পুনরায় ক্রয় করেন, তাহলে অব্যবহৃত ইন্টারনেট আপনার নতুন অফারের সঙ্গে যুক্ত হবে।

→ আপনার ইন্টারনেট প্যাকের ভলিউম কিংবা মেয়াদ পুরোপুরি শেষ হয়ে গেলে, আপনাকে ১ টাকা/ MB Pay-As-You-Go রেট (ভ্যাট, সাপ্লিমেন্টারি ডিউটি এবং সারচার্জ ছাড়া) চার্জ করা হবে, ১০KB পালসে। ৬.০৯ টাকার (ভ্যাট, সাপ্লিমেন্টারি ডিউটি এবং সারচার্জ সহ) পর আপনার Pay-As-You-Go।

→ এই অফারটি সীমিত সময়ের জন্য।

(আজকের বাংলালিংক ইন্টারনেট অফার, বাংলালিংক ইন্টারনেট কোড, বাংলালিংক ইন্টারনেট কেনার নিয়ম)

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন