আপনার ওয়েব সাইটে আকর্ষনীয় ভিজিটর কাউন্টার সেট করুন।
আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে অনেক ভালোই আছেন। আর 'টেক রবিন' এ আপনাকে স্বাগতম। আজকের এই পোষ্টের মাধ্যমে আমি আপনাদেরকে শিখাবো কিভাবে আপনার ওয়েব সাইটের জন্য আপনার পছন্দের একটি আকর্ষনীয় ভিজিটর কাউন্টার বানিয়ে সেট করবেন।যার মাধ্যমে আপনার ওয়েবসাইটের পেইজগুলোতে মোট কতোবার ভিজিট করা হচ্ছে তা জানতে পারবেন। কিংবা আপনি চাইলে সাইটের ইউনিক ভিজিটর কাউন্ট করতে পারবেন।
তো চলুন শুরু করি।
০১ঃ আপনার ওয়েব সাইটে আকর্ষনীয় ভিজিটর কাউন্টার সেট করতে www.hitwebcounter.com ওয়েবসাইটে ভিজিট করুন।
০২ঃ সাইটটিতে ৫০টিরও অধীক আকর্ষনীয় ভিজিটর কাউন্টারের ডিজাইন দেওয়া আছে। সেখান থেকে আপনার পছন্দের ডিজাইনটি সিলেক্ট করুন।
০৩ঃ 'Page Name' অপশনে আপনার ওয়েব সাইটটির লিংক দিন।
০৪ঃ 'Starting Count' অপশনে আপনি যতো সংখ্যা লিখবেন ঠিক ততো সংখ্যা থেকে আপনার ভিজিটর কাউন্ট শুরু হবে। যেমন '50' লিখলে ৫০ থেকে ভিজিটর কাউন্ট শুরু হবে, আর '0' লিখলে '০' থেকে শুরু হবে। আপনার সাইটটি নতুন হলে শূণ্য থেকে শুরু করাই ভাল।
০৫ঃ 'Number Of Digit' অপশনে আপনি কতো সংখ্যার কাউন্টার সেট করতে চাচ্ছেন তা সিলেক্ট করবেন।
০৬ঃ 'Counter Type' যদি আপনি 'Page View' সিলেক্ট করুন তাহলে ওয়েবসাইটটির প্রতিটি পেইজ কতোবার ভিজিট করা হচ্ছে তা কাউন্ট হবে। যেমন ১জন ভিজিটর যদি আপনার সাইটে ৫ টি পেইজ ভিজিট করে তাহলে ৫ কাউন্ট হবে।
আর যদি 'Unique Visitors' সিলেক্ট করুন তাহলে আপনার সাইটের ইউনিক ভিজিটর কাউন্ট করা হবে। যেমন ১ জন ভিজিটর আপনার সাইটে যতোবারই প্রবেশ করুক না কেনো সেক্ষেত্রে কাউন্ট হবে ১।
০৭ঃ 'Gate Your Counter Code' লেখায় ক্লিক করুন।
০৮ঃ পরবর্তী পেইজে আপনাকে একটি বক্সে কিছু কোড দেওয়া হবে। কোডগুলো কপি করে আপনার সাইটের ঠিক যে স্থানে ভিজিটর কাউন্টার সেট করতে চান সেই হিসাবে কোডগুলো বসিয়ে সেট করে দিন।
আপনার ব্লগার সাইটের বিভিন্ন প্রয়োজনীয় টিপস ও ট্রিক্স পেতে আমাদের wWw.TechRobin24.BlogSpot.Com সাইটের সাথেই থাকুন। ধন্যবাদ।