আপনার মোবাইলে অপ্রয়োজনীয় সব মেইল আসা বন্ধ করবেন যেভাবে।

জিমেইলে বিরক্তিকর মেইল আসা বন্ধ করার উপায়- আমি যখন ৯ম শ্রেণীতে পড়ি ঠিক তখন আমার প্রথম জিমেইল একাউন্টটি খোলি। সেই পুরনো জিমেইল আইডি আমি এতো বছর ধরে ব্যবহার করে আসছি।

ইমেইল ও জিমেইল এর পার্থক্য। জিমেইল খোলার নিয়ম। মোবাইলে ইমেইল ব্যবহারের নিয়ম। মোবাইল থেকে ইমেইল পাঠানোর নিয়ম ২০২০ || মোবাইলে Gmail ব্যবহারের নিয়ম।

তাই বিভিন্ন সময় বিভিন্ন প্রয়োজনে এই জিমেইল এড্রেসটি অসংখ্য জায়গায় ব্যবহার করেছি। কতো শত ওয়েবসাইটে এই জিমেইল দিয়ে নিবন্ধন করেছি তারও হিসাব নেই। বর্তমানে যার বেশিরভাগ ওয়েবসাইটে ভুলেও আর প্রবেশ করিনা।

কিন্তু ইমেইল খুললেই দেখা যায় সেই সকল ওয়েবসাইট থেকে এত এত মেইল আসে যে, দেখে মাথা নষ্ট হওয়ার মতো অবস্থা! কারণ এত অপ্রয়োজনীয় মেইলগুলোর ভীরে প্রয়োজনীয় মেইল খোঁজে পাওয়া যায়না, তখন আমাদের অনেক সমস্যায় পরতে হয়।

আপনিও হয়তো আমার মতো এমন সমস্যার সম্মুখীন হচ্ছেন। আপনার জিমেইল একাউন্ট লগিন করলেই দেখতে পান অপ্রয়োজনীয় সব মেইলে ভরে গেছে!

চলুন এই সমস্যার সমাধানের পথ জেনে নিই। যাতে আমাদের জিমেইলে অপ্রয়োজনীয় সকল মেইল আসা বন্ধ হয় সেই ব্যবস্থা করি।

জিমেইলে অপ্রয়োজনীয় মেইল আসা বন্ধ করবেন যেভাবেঃ-

০১. প্রথমেই আপনার ফোনে থাকা 'Gmail' অ্যাপ্লিকেশনটি ওপেন করে আপনার কাঙ্ক্ষিত জিমেইল একাউন্টটি লগইন করুন।

০২. যে ব্যক্তি, প্রতিষ্ঠান বা অন্য কোনো ঠিকানা থেকে আসা মেইল আপনার বিরক্তির কারণ হয়ে দারায়, সেরকম একটি ঠিকানা ইনবক্সে খুঁজে বের করতে হবে।

(অবশ্যই এক্ষেত্রে সাবধানতা অবলম্বন করবেন যাতে আপনার কোনো প্রয়োজনীয় মেইল অপ্রয়োজনীয় ভেবে ভুল না করেন)

০৩. খুঁজে পাওয়া সেই বিরক্তিকর মেইলটি ওপেন করুন। এবার নিচের দিকে দেখুন 'Unsubscribe' করার কোনো অপশন আছে কিনা। যদি থাকে তাহলে সেখান থেকে Unsubscribe করে দিলেই উক্ত ইমেইল একাউন্ট থেকে আর কোনো মেইল আসবেনা।

আর যদি Unsubscribe অপশন খুঁজে না পান তাহলে পোস্টটি পড়া চালিয়ে যান। কারণ এর জন্য বিকল্প পদ্ধতি অবলম্বন করতে হবে।

০৪. ওপেন করার পর যে ঠিকানা থেকে মেইলটি এসেছে, ওই ঠিকানার নামের ঠিক সোজা ডানপাশে ত্রি ডট মেনু (⋮) অপশন দেখতে পাবেন। সেখানে ক্লিক করুন।

(আপনাদের বুঝানোর সুবিধার্থে আমিও একটি ইমেইল বাছাই করে তার চিত্র নিচে দিয়ে দিলাম। তা অনুসরণ করুন)

ইমেইল ও জিমেইল এর পার্থক্য। জিমেইল খোলার নিয়ম। মোবাইলে ইমেইল ব্যবহারের নিয়ম। মোবাইল থেকে ইমেইল পাঠানোর নিয়ম ২০২০ || মোবাইলে Gmail ব্যবহারের নিয়ম।

০৫. ত্রি ডট মেনুতে (⋮) ক্লিক করলে বেশ কিছু অপশন দেখানো হবে। সেগুলো থেকে একদম নিচে 'Block' লেখা অপশন খুঁজে পাবেন।  (নিচের চিত্রটি অনুসরণ করুন)

ইমেইল ও জিমেইল এর পার্থক্য। জিমেইল খোলার নিয়ম। মোবাইলে ইমেইল ব্যবহারের নিয়ম। মোবাইল থেকে ইমেইল পাঠানোর নিয়ম ২০২০ || মোবাইলে Gmail ব্যবহারের নিয়ম।

আর Block লেখায় ক্লিক করলেই উক্ত ঠিকানাটি ব্লক হয়ে যাবে এবং পরবর্তীতে উক্ত ঠিকানা থেকে আর কোনো মেইল আপনার জিমেইলে আসবেনা।

যেসকল ঠিকানা থেকে বিরক্তিকর মেইল আসে সে সব ঠিকানাগুলো আপনাকে এভাবে একটি একটি করে ব্লক করে দিতে হবে।

Post a Comment

Previous Post Next Post

Recent Posts

Recent in Sports