জিপি থেকে জিপি ব্যালেন্স ট্রান্সফার করার পদ্ধতি | How To Transfer Grameenphone Balance Bangla Tutorial.

গ্রামীণ ফোন থেকে সহজেই ব্যালেন্স ট্রান্সফারের নিয়ম হয়তো অনেকেই জানেন না। চলুন আজ জেনে নিন কিভাবে আপনি একদম সহজতর মাধ্যমে কোনো সার্ভিস চার্জ ছাড়াই ব্যালেন্স ট্রান্সফার করবেন!

যেকোনো ফোন দিয়ে টাকা টান্সফার করুন GP to GP tk transfer any mobile


যেকোনো ফোন দিয়ে টাকা টান্সফার করুন GP to GP tk transfer any mobile

বিভিন্ন সময় বা কাজে আমাদের ফোনের ব্যালেন্স শূন্য হলে নানা বেগ পোহাতে হয়। অনেকক্ষেত্রে জরুরি মুহূর্তে কারো সাথে যোগাযোগ করতে প্রয়োজন পরে একটি কলের। কিন্তু ফোন কলের ব্যালেন্সের সীমাবদ্ধতায় তা আর হয়ে উঠে না। এমনকি কখনো কখনো রাত্রিবেলা রিচার্জ করার মতো কোনো দোকান খোলা পাওয়া যায় না। যদি আপনার পরিচিত, বন্ধু-বান্ধবের নিকট বাড়তি ব্যালেন্স থাকলে তাদের কাছ থেকে ব্যালেন্স ট্রান্সফার করে এসকল যাত্রায় কিছুটা নিস্তার পাওয়া যায়।

ব্যালেন্স ট্রান্সফারের নিয়ম:

১. গ্রামীণফোন থেকে ব্যালেন্স ট্রান্সফারের পূর্বে আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে। এজন্য আপনাকে/গ্রাহককে *121*1500#  ডায়াল করে ১ প্রেস করতে হবে। যদি আপনার/গ্রাহকের স্মার্টফোনে মাইজিপি (MY GP) অ্যাপ থাকলে সেখান থেকেও সহজেই রেজিস্ট্রেশন করতে পারবেন। 

২. এরপর আপনাকে/গ্রাহককে রেজিস্ট্রেশন করার জন্য মাইজিপি অ্যাপ থেকেও ব্যালেন্স ট্রান্সফার করার জন্য *121*1500#  ডায়াল করে ২ প্রেস করতে হবে এবং প্রাপ্ত নির্দেশনা অনুসরণ করতে হবে। আর মাইজিপি অ্যাপ থেকেও ব্যালেন্স ট্রান্সফার করতে পারবেন।

৩. পিন নম্বর পরিবর্তন করতে হলে আপনাকে ডায়যাল করতে হবে: *121*1500#  তারপর ৩ প্রেস করুন এবং প্রাপ্ত নির্দেশনা অনুসরণ করুন।

৪. অফারটি পেতে হলে আপনাকে/গ্রাহককে ৬ মাসের অধিক সময় ধরে গ্রামীণফোন নেটওয়ার্ক ব্যবহার করতে হবে অথবা একবারে ৩০০ টাকা বা তার বেশি রিচার্জ করতে হবে।

৫. ব্যালেন্স ট্রান্সফারের রিচার্জ লিমিট ন্যূনতম ১০ টাকা এবং সর্বোচ্চ ১০০ টাকা।

৬. আপনি/গ্রাহক প্রতি মাসে ১০ বার রিচার্জ করতে পারবেন।

৭. তবে শুধুমাত্র প্রিপেইড সাবস্ক্রাইবারগণ এ অফারটি উপভোগ করতে পারবেন এবং যেকোনো প্রিপেইড/পোস্টপেইড গ্রাহককে ব্যালেন্স পাঠাতে পারবেন।

৮. এছাড়া অন্য কোনো সার্ভিস চার্জ প্রযোজ্য নয়। গ্রাহক অন্য কোনো গ্রাহককে ৫০ টাকা পাঠালে উক্ত গ্রাহক সম্পূর্ণ ৫০ টাকাই রিসিভ করতে পারবেন।

যেভাবে আপনি/গ্রাহক ব্যালেন্স ট্রান্সফার (Balance Transfer) করবেন:

আপনি আপনার/গ্রাহকের মোবাইলের Massage Option (ম্যাসেজ অপশনে) এ গিয়ে Type করুন
BTR<>PIN Code<>Mobile No<>Amount তারপর Send করুন 1000 নাম্বারে। 

উদাহারণস্বরূপ: BTR<>123<>01749******<>50 (টাকার পরিমাণ) এক্ষেত্রে কখনো সংখ্যার পর কোন ডট (বিন্দু) বা Tk. বা 00 দেবেন না। তারপর Send করুন 1000 নাম্বারে।

বি: দ্র: খেয়াল রাখবেন আপনার এই পিন কোডটি যেন অন্য কেউ না জানে। জানলে সে আপনার অজান্তে আপনার এ্যাকাউন্ট হতে টাকা সরিয়ে নিয়ে যেতে পারবে। 

যদিওবা কেউ জেনে যায়, তাহলে আপনি নিজেই পিন কোডটি পরিবর্তন করতে পারবেন।

PIN নম্বর পরিবর্তন করবেন যেভাবে:

হ্যান্ডসেটের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন CPIN পুরনো PIN নম্বর নতুন PIN নম্বর আবারো নতুন PIN নম্বর।

উদাহরণস্বরূপ: CPIN 1234 4321 4321
পাঠিয়ে দিন 1000 নম্বরে।

Gp to Gp balance transfer Full Processes | Grameenphone Balance Transfer | Gp to Gp tk Transfer

1 Comments

  1. পোস্টপেইড থেকে কিভাবে ব্যালেন্স ট্রান্সফার করব?

    ReplyDelete
Previous Post Next Post

Recent Posts

Recent in Sports