প্রয়োজনীয় সব​ ফেসবুক টিপস এন্ড ট্রিকস। ও ফেসবুক সেটিংস সমূহ ২০২০। Facebook Settings On Mobile.

ফেসবুকের অনেক সাধারণ জিনিসও আমরা অনেক সময় জানিনা। হয়তো সেগুলো কাউকে লজ্জায় জিজ্ঞেসও করতে পারিনা! আসলে আমাদের সবার পক্ষে সব বিষয়ে জানা সম্ভবও না। কারন ফেসবুক হলো বিশাল একটি ওয়েবসাইট।

তাই আজকের পোষ্টটি হচ্ছে ফেসবুক সেটিংস (Facebook Settings 2020) ও ফেসবুক টিপস এন্ড ট্রিকস ২০২০ (Facebook Tips And Tricks 2020) নিয়ে। যা আপনি মোবাইল দিয়েই করতে পারবেন (Facebook Settings On Mobile)। অনলাইনের এমন আরো বেসিক বিষয়গুলো নিয়ে 'টেক রবিন' এ ধারাবাহিক ভাবে পোষ্ট লেখা হচ্ছে। আর এই ধারাবাহিকটির নাম হচ্ছে "বেসিক ভাই"


Facebook settings 2020, Facebook tips and tricks 2020, facebook tips 2020, Facebook tips Bangla, ফেসবুক টিপস, ফেসবুক টিপস এন্ড ট্রিকস, ফেসবুক টিপস মোবাইল, Facebook টিপস, ফেসবুক গ্রুপ টিপস, ফেসবুক বেশি লাইক পাওয়ার টিপস, ফেসবুক ট্রিকস, tips facebook, ফেসবুকে চ্যাট করার নিয়ম, Facebook page tips 2020, Facebook settings page, Facebook settings not working, Facebook settings link, Facebook settings Privacy, Facebook settings language, ফেসবুক ফলোয়ার সেটিং, ফেসবুক পেজ সেটিং, Facebook settings to change, ফেসবুকে ফলোয়ার সেটিং, Facebook settings on mobile, Facebook security settings 2020,
ফেসবুক টিপস এন্ড ট্রিকস। ফেসবুক সেটিংস সমূহ ২০২০। Facebook Settings On Mobile.


ফেসবুক পরিচিতিঃ

ফেসবুক হচ্ছে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম। অন্যান্য দেশের মতো আমাদের দেশেও, দেশের মানুষের একটি বিরাট অংশ ফেসবুক ব্যবহার করে থাকে। ফেসবুকের জনক হলো মার্ক জাকারবার্গ। ২০০৪ সালের ৪ ফেব্রুয়ারি ফেসবুক প্রতিষ্ঠিত হয়।

আপনি জেনে অবাক হবেন সারা বিশ্বে বর্তমানে এই ওয়েবসাইটটি ব্যবহার করছেন ২৫০ মিলিয়ন সক্রিয় ব্যবহারকারী। আর আজকে আমরা ফেসবুকের সিকিউরিটি সেটিংস (Facebook Security Settings 2020), ফেসবুক প্রাইভেসি সেটিংস (Facebook Settings Privacy) এবং বেসিক যে বিষয়গুলো রয়েছে তা প্রশ্ন এবং উত্তরের মাধ্যমে শিখে নিবো।
চলুন শুরু করিঃ-

প্রশ্ন-১ঃ ফেসবুকের ভাষা কিভাবে পরিবর্তন করবো?

উত্তরঃ আপনার ব্যবহৃত এপস থেকে চলে যান 'Settings & Privacy' > Language. এখান থেকে আপনার কাংখিত ভাষাটি বাছাই করুন। (Facebook settings language)

প্রশ্ন-২ঃ ফেসবুক প্রফাইলে কিভাবে ডাক নাম (Nickname) যোগ করবো?

উত্তরঃ আপনার প্রফাইল থেকে চলে যান "See Your About Info" > Add Other Name > Name Type "Nickname" বাছাই করে 'Name' এর ঘরে আপনার ডাক নাম দিয়ে Save করে দিন। আর ডাক নামটি যদি আপনার প্রফাইলের নামের পাশে দেখাতে চান তাহলে সেভ করার পূর্বে 'Show at top of profile' লেখাটি মার্ক করে দিবেন।

প্রশ্ন-৩ঃ কিভাবে ফেসবুক পাসওয়ার্ড পরিবর্তন করব?

উত্তরঃ ফেসবুক কিংবা লাইট এপস থেকে চলে যান Settings & Privacy > Settings > Security and Login > Change Password
এবার Current লেখার ঘরে আপনার বর্তমান পাসওয়ার্ড আর New এবং Re-type New লেখার ঘরে আপনি যে পাসওয়ার্ডটি নতুন করে সেট করতে চান সেই পাসওয়ার্ড বসিয়ে Save Changes লেখায় ক্লিক করে দিন। এরপর আপনাকে দুটি অপশন দেখাবে, যেকোনো একটি টিক চিহ্ন দিয়ে "Continue" লেখায় ক্লিক করুন।

প্রশ্ন-৪ঃ ফেসবুক কাভার ফটোর সাইজ কতো?

উত্তরঃ ফেসবুকের প্রফাইল এবং পেইজের কাভার ফটো সাইজ (Facebook Cover Photo Size) হবে ডেস্কটপের জন্য 820x312 পিক্সেলস, মোবাইলের জন্য 640x360 পিক্সেলস।

প্রশ্ন-৫ঃ ফেসবুকের নাম পরিবর্তন করবো কিভাবে?

উত্তরঃ ফেসবুক কিংবা লাইট এপস থেকে চলে যান Settings & Privacy > Settings > Personal Information > Name এবার First Name এর ঘরে আপনার নামের প্রথম অংশ, Middle Name ঘরে আপনার নামের মাঝের অংশ (যদি আপনার নামটি ৩ শব্দের হয়), এবং Last Name ঘরে আপনার নামের শেষ অংশ বসিয়ে Review Change লেখায় ক্লিক করুন। Preview Your New Name পেইজে আপনার টাইপকৃত নতুন নাম দেখাবে। Password এর ঘরে আইডির পাসওয়ার্ড দিয়ে Save Changes লেখায় ক্লিক করুন।

প্রশ্ন-৬ঃ ফেসবুকে কাউকে ব্লক এবং আনব্লক করে কিভাবে?

উত্তরঃ যাকে ব্লক করতে চান Facebook কিংবা Lite এপ্স থেকে তার প্রফাইলে প্রবেশ করুন। আইডির নামের নিচে তিনটি ডট দেখতে পাবেন (...) তাতে ক্লিক করে Block লেখায় ক্লিক করুন। পরবর্তী পেইজেও Block লেখায় ক্লিক করলেই সে ব্লক হয়ে যাবে। আর আনব্লক করতে চলে যান Settings & Privacy > Settings > Blocking এবার যাকে আনব্লক করতে যান তার নামের পাশে Unblock লেখায় ক্লিক করে আবার Unblock করে দিন।

প্রশ্ন-৭ঃ ফেসবুক গ্রুপের কাভার ফটোর সাইজ কতো?

উত্তরঃ ফেসবুক গ্রুপের কাভার ফটো সাইজ (Facebook Group Cover photo Size) হচ্ছে 1640 x 856 পিক্সেলস।

প্রশ্ন-৮ঃ আমার ফেসবুক প্রফাইল কে কে ভিজিট করছে?

উত্তরঃ অত্যন্ত দুঃখের সাথে আপনাকে জানাতে হচ্ছে যে এই বিষয়টা আপনার-আমার কারোর পক্ষেই জানা সম্ভব নয়। কারন ফেসবুক তা কাউকে জানতে অনুমতি দেয়না। যদি কোথাও এমন কোনো টিপস কিংবা টিউটোরিয়াল পেয়ে থাকেন তা সম্পূর্ণ ভূয়া।

প্রশ্ন-৯ঃ ফেসবুক কিভাবে হ্যাক করা যায়?

উত্তরঃ ফেসবুকের পাসওয়ার্ড হ্যাক করা সহজ বিষয় না।
যে কেউ চাইলেই এটা করতে পারবে না। আর এটি করা এক ধরনের অপরাধ। তাই এসব চিন্তা বাদ দিয়ে, নিজের আইডি সুরক্ষিত রাখার চেষ্টা করুন।

প্রশ্ন-১০ঃ ফেসবুক স্প্যাপিং কি?

উত্তরঃ ফেসবুকের রুলস না মেনে কোনো কাজ করাকে ফেসবুক স্প্যাপিং (Facebook Spaming) বলে।

প্রশ্ন-১১ঃ ফেসবুকে অটো ভিডিও প্লে বন্ধ করবো কিভাবে?

উত্তরঃ ফেসবুক এপসে অটো ভিডিও প্লে বন্ধ করতে চলে যান Sittings & Privacy > Settings > Media And Contacts > Autoplay এবার 'Never Autoplay Videos' লেখায় ক্লিক করে দেন।
আর ফেসবুক লাইট এপসে অটো ভিডিও প্লে বন্ধ করতে চলে যান Sittings & Privacy > Settings > Media And Contacts > Autoplay এবার 'Auto-play Videos On Wifi' লেখাটি আনমার্ক করে দিন।

প্রশ্ন-১২ঃ ফেসবুক থেকে কিভাবে টাকা আয় করা যায়?

উত্তরঃ বিস্তারিত শিগগিরই আসছে...

প্রশ্ন-১৩ঃ ফেসবুক প্রফাইলকে কিভাবে পেইজে রুপান্তর করা যায়?


প্রশ্ন-১৪ঃ ফেসবুকের পেজ কিভাবে তৈরি করবো?


প্রশ্ন-১৫ঃ ফেসবুকের ভিডিও কিভাবে ডাউনলোড করতে হয়?

উত্তরঃ প্রথমে আপনার কাংখিত ভিডিওর URL লিংক কপি করুন, এরপর চলে যান Getfvid.com ওয়েবসাইটে। সেখানে “Enter Facebook Video URL“ লেখা ঘরে আপনার কপি করা লিংকটি বসিয়ে 'Download' লেখায় ক্লিক করুন। পরবর্তী পেজে আপনার ইচ্ছে হিসেবে Video Quality বেছে নিয়ে ডাউনলোড করুন।

প্রশ্ন-১৬ঃ ফেসবুক প্রফাইলে কিভাবে ফলো অপশন যোগ করবো?

উত্তরঃ Facebook কিংবা Lite এপস থেকে চলে যান Settings & Privacy > Settings > Public Posts এখান থেকে "Who Can Follow Me" Public করে দিন। (উল্লেখ্য আপনার বয়স যদি ১৮+ হয় তবেই আপনি ফলো অপশন যোগ করতে পারবেন।) (ফেসবুকে ফলোয়ার সেটিং)

প্রশ্ন-১৭ঃ ফেসবুক আইডি কিভাবে Deactivate করবো?

উত্তরঃ Facebook কিংবা Lite এপস থেকে চলে যান Settings & Privacy > Settings > Personal Information > Manage Account > Deactivate এখান থেকে আপনার ডিয়েকটিভেট করার কারন টিক দিয়ে Deactivate লেখায় ক্লিক করুন। আপনার আইডি ডিয়েকটিভেট অবস্থায় থাকবে যতক্ষন না নতুন করে লগিন করবেন।

প্রশ্ন-১৮ঃ ফেসবুকের পাসওয়ার্ড ভুলে গেলে তা কিভাবে পুনরুদ্ধার করবো?

উত্তরঃ ফেসবুকের পাসওয়ার্ড ভুলে গেলে ফোননাম্বার কিংবা ইমেইল দিয়ে ঐ আইডি ফিরে পাওয়া যায়। আপনি প্রথমে ফেসবুকে ঢুকে ইমেইল/নাম্বার ও পাসওয়ার্ড দেওয়ার বক্সের নিচে Forget Password নামে একটি অপশন দেখবেন তাতে ক্লিক করুন।

এরপর আরেকটি বক্স পাবেন সেখানে আপনার ফেসবুক যদি ইমেইল দিয়ে খোলা হয় তাহলে ইমেইল আর ফোন নাম্বার দিয়ে খোলা হলে ফোন নাম্বার অথবা আইডির ইউজার নেম লিখে সার্চ দিন।

দেখবেন আপনার আইডিটি দেখাবে। তারপর Continue চাপবেন। আপনার দেয়া নাম্বার অথবা ইমেইলে একটা ম্যাসেজ যাবে এবং ম্যাসেজে একটা কোড থাকবে সেটা কোডের ঘরে বসিয়ে Continue চাপলে নতুন পাসওয়ার্ড দিতে বলবে। তখন আপনি আপনার ইচ্ছে মত পাসওয়ার্ড দিতে পারবেন।

প্রশ্ন-১৯ঃ ফেসবুকে ব্যবহৃত ফোন নাম্বার কিভাবে হাইড করবো?

উত্তরঃ Facebook কিংবা Lite এপস থেকে চলে যান Settings & Privacy > Settings > Privacy Settings > Who can look you up using the phone number you provided? এখানে Only Me করে দিন।

প্রশ্ন-২০ঃ ইউটিউবের ভিডিও ফেসবুকে আপলোড করে কি আয় করা যায়?

উত্তরঃ জ্বি অবশ্যই পারবেন। তবে আপনাকে কিছু নীতিমালা অনুসরণ করতে হবে।
প্রথমত, ভিডিও আপনার হতে হবে অথবা ফেয়ার ইউজেস পলিসিতে ব্যবহার করলে তা সম্পূর্ণ নিজের এডিট করা হতে হবে।

প্রশ্ন-২১ঃ ফেসবুক ইনস্ট্যান্ট আর্টিকেল কী?

উত্তরঃ কোনো ওয়েবসাইটে করা পোস্টটি যখন পেজে ইনস্ট্যান্ট আর্টিকেল হিসেবে পোস্ট করবে তখন সেটি পড়ার জন্য ইউজারদের এমবি খরচ করে নতুন কোনো ট্যাবে বা ব্রাউজারে যেতে হবে না। ফেসবুক থেকেই শিরোনাম বা লিংকে শুধু একটা ক্লিক করলেই বজ্র গতিতে ফেসবুকেই পাওয়া যায় ওয়েবসাইটের পোষ্টটি।

প্রশ্ন-২২ঃ ফেসবুকে কিভাবে স্টাইলিশ ফন্টে কোনো কিছু লিখবো?

উত্তরঃ যেকোনো ব্রাউজার থেকে চলে যান Igfonts.io ওয়েবসাইটে। সেখানে একটি লেখার ঘর দেখতে পাবেন তাতে আপনি ফেসবুকে যে লেখাটি লিখতে চান সেই লেখাটি লিখুন। সাথে সাথেই নিচের দিকে উক্ত লেখাটি বিভিন্ন স্টাইলিশ ফন্টে দেখাবে। আপনার পছন্দের ফন্টটি কপি করে ফেসবুকে গিয়ে পেষ্ট করে দিন। (উল্লেখ্য সাইটটিতে শুধু ইংরেজি লেখাগুলোই ডিজাইন করতে পারবেন।)

প্রশ্ন-২৩ঃ ফেসবুকের বন্ধু তালিকা কিভাবে লুকিয়ে রাখবো?

উত্তরঃ Facebook কিংবা Lite এপস থেকে চলে যান Settings & Privacy > Settings > Privacy Settings > Who can see your friends list? এখানে Only Me করে দিন।

প্রশ্ন-২৪ঃ ফেসবুক প্রোফাইল পিকচার লক বা গার্ড কিভাবে ব্যবহার করবো?

ফেসবুক এপস থেকে চলে যান প্রফাইলে এরপর প্রফাইল ছবিতে ক্লিক করুন। "Turn On Profile Picture Guard" লেখায় ক্লিক করে Next করে Save করে দিন।

প্রশ্ন-২৫ঃ ফেসবুকে কিভাবে জন্মতারিখ পরিবর্তন করবো?

উত্তরঃ আপনার প্রফাইল থেকে চলে যান "See Your Info" > Basic Info তে Edit এ ক্লিক করুন। এখান থেকে আপনার জন্ম তারিখ, মাস ও সাল সিলেক্ট করে Save করে দেন।

ভবিষ্যতে আরও যোগ ➕ করা হবে

পরিশেষেঃ ফেসবুক নিয়ে আপনার যদি আরো কোনো প্রশ্ন বা জানার বিষয় থাকে তাহলে কমেন্ট বক্সে লিখে ফেলুন। আমরা আপনার প্রশ্নের উত্তর দেয়ার যথাসম্ভব চেস্টা করবো। পরবর্তীতে এই পোষ্টে আরো বিভিন্ন প্রশ্ন-উত্তর যোগ করা হবে।
ধন্যবাদ।

Post a Comment

Previous Post Next Post